Panchayet Election : ভোটের দফা বৃদ্ধি হবে না, হাইকোর্টে খারিজ অধীরের আবেদন

Panchayet Election : ভোটের দফা বৃদ্ধি হবে না, হাইকোর্টে খারিজ অধীরের আবেদন

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর আবেদন। আসন্ন পঞ্চায়েত ভোটে হচ্ছে না ভোটের দফা বৃদ্ধি। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীরের আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, আগামী শনিবার এক দফাতেই ভোটগ্রহণ হবে।

সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অধীর চৌধুরী রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গুলিচালনা, ১৩ জনের মৃত্যু ও অশান্তির বিষয়ে উল্লেখ করে এখনও পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি বলে দাবি করেন। তাঁর দাবি ছিল, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একাধিক দফায় হোক পঞ্চায়েত ভোট। বুধবার সেই আবেদন খারিজ হয়ে গেল।

আরও পড়ুন:  Panchayet Election : মক্কা থেকে মিনাখাঁয় প্রার্থী, মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের

রাজ্যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার পর কলকাতা হাই কোর্টের নির্দেশে কেন্দ্রের কাছে পঞ্চায়েত ভোটের জন্য আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। আগেই ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। ধাপে ধাপে সেই বাহিনী রাজ্যে আসছে। ইতিমধ্যে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তৃতীয় দফায় ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানানো হয়েছে। বুধবার সেই বিষয় উল্লেখ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সুষ্ঠ ভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধি করার প্রয়োজন নেই। ফলে খারিজ হয়ে যায় অধীর চৌধুরীর আবেদন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ