TMC : পদ হারালেন অনুব্রত, মেদিনীপুরের ফের সুজয়! একাধিক রদবদল তৃণমূলের সংগঠনে

TMC : পদ হারালেন অনুব্রত, মেদিনীপুরের ফের সুজয়! একাধিক রদবদল তৃণমূলের সংগঠনে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল তৃণমূলের সংগঠনে! বীরভূমে পদ হারিয়েছেন অনুব্রত মন্ডল! তৃতীয়বারের জন্য মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন সুজয় হাজরা, চেয়ারম্যান দীনেন রায়। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি পদে বহাল রয়েছেন আশিস হুদাইত। অন্যদিকে পদ পেয়েছেন সাংসদ মহুয়া মৈত্র।

তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি পদে পুনরায় আশিস হুদাইত মনোনীত হয়েছেন এবং চেয়ারপারসন শঙ্কর দোলই। মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারপার্সন দীনেন রায়, সভাপতি সুজয় হাজরা। সুজয় হাজরা এই নিয়ে তিনবার পদে এলেন। তাৎপর্যপূর্ণ ভাবে পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর পদটি অবলুপ্ত করা হয়েছে। এতদিন ঐ পদে ছিলেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। ঝাড়গ্রাম জেলা তৃণমূলে পুনরায় সভাপতি পদে বীরবাহা হাঁসদা ও চেয়ারপার্সন পদে দুলাল মুর্মু মনোনীত হয়েছেন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

অন্যদিকে পদ হারিয়েছেন জেলবন্দি অনুব্রত। বীরভূম জেলায় কোনও সভাপতির নাম ঘোষণা করা হয়নি দলের তরফে। চেয়ারপার্সন হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে ঘুষ কান্ডে জেরবার সাংসদ মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ