“শিশিরবাবুর ছেলেটা”- স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী

"শিশিরবাবুর ছেলেটা"- স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী

আশুতোষ কলেজে গতকাল পুলওয়ামা দিবসে শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেখানে ছাত্র-ছাত্রীদের দেখে শুভেন্দু অধিকারী কটুক্তি করে বলে জানা যায় সূত্র মারফত তারপর আশুতোষ কলেজের সামনে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখতে শুরু করে পড়ুয়াদের একাংশ।

শুভেন্দুর অভিযোগ এক্ষেত্রে যে সব ছাত্ররা বিক্ষোভ দেখায়, তাঁরা প্রায় সবাই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। আরও অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভের সময় শুভেন্দু অধিকারীর বাবার নামে স্লোগান তোলে বিক্ষোভকারীরা। আর তাতেই মেজাজ হারান বিরোধী দলনেতা।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

এই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজের গাড়ি থেকে নেমে পড়ুয়াদের দিকে তেড়ে যান শুভেন্দু। পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত ও ঘোরালো হয়ে ওঠে। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত লাগান নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিরাপদে গাড়িতে তুলে তাঁর গন্তব্যে রওনা করে দেওয়া হয়। শুধুমাত্র এদিন মেজাজ হারায়নি এর আগে সাংবাদিকদের ধাক্কা দেওয়া থেকে শুরু করে আরো নানা ঘটনার সাক্ষী রাজ্যবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ