গত বছরের সেপ্টেস্বর মাসের প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি অনু্যায়ী, ঐ সময়ের আগে বিএড সম্পূর্ণ করা প্রার্থীদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে বিএড ও ডিএলএড প্রশিক্ষিত ছাড়াও ডিএলএড প্রশিক্ষণরতদেরও আবেদনের অনুমতি দিয়েছিল পর্ষদ। এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। ডিএলএড প্রশিক্ষণরতদের আবেদনের অনুমতি খারিজ করে দিয়ে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
- Advertisement -
ইতিমধ্যে কিছু প্রার্থী আদালতে আবেদন করে জানান, তাঁরা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত৷ কিন্তু ডিএলএড প্রশিক্ষণরত। পর্ষদ ডিএলএড প্রশিক্ষণরতদের আবেদনের অনুমতি দেওয়ায় তাঁরা সেই যোগ্যতা দেখিয়েই আবেদন করেন, অন্যতা বিএড যোগ্যতা দেখাতেন। এখন আদালতের নির্দেশের কারণে তাঁদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে। তাঁদের এই আবেদনের প্রেক্ষিতে বিএড সম্পূর্ণ করা এই সব প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তবে আগে আবেদন করা প্রার্থীরাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারেন, নতুন করে আবেদন করা যাবে না। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ১৫ দিন পর্ষদকে তাদের ওয়েবসাইট খোলা রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
- Advertisement -