Breaking news 19/7/2022 4:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 19/7/2022 4:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

নূপুরের বিরুদ্ধে এখনই কড়া ব্যবস্থা নয়, রক্ষাকবচ সুপ্রিম কোর্টের। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নুপূর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়েছিল। গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে সোমবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বহিষ্কৃত এই বিজেপি নেত্রী। সেই আবেদনের প্রেক্ষিতেই এ দিন সুপ্রিম কোর্টে রক্ষাকবচের নির্দেশ দিয়েছে। নূপুর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। সেই আর্জি খারিজ হলেও আপাততি স্বস্তি পেলেন নূপুর শর্মা।

হরিয়ানার এক পুলিশ অফিসারকে পিষে মারল খনি মাফিয়ার দল। এই নৃশংস ঘটনাটি ঘটেছে সে রাজ্যের নুহ জেলায়।পুলিশ সূত্রে খবর, তাউরু পাহাড়ে অভিযানে গিয়ে একটি সন্দেহজনক ডাম্পারকে চিহ্নিত করে সেটিকে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিং বিষ্ণোই ৷ কিন্তু সুরেন্দ্র সিং বিষ্ণোই’য়ের নির্দেশ অমান্য করে তাঁর উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ডাম্পারটি। ঘটনার পর সুরেন্দর সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুরেন্দ্র সিংয়ের মর্মান্তিক মৃত্যুকে শোকস্তব্ধ হরিয়ানা পুলিশ ৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

অধুনা উডল্যান্ড হাসপাতালেই ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। জ্বর থাকায় করোনা পরীক্ষা হয়েছে। করোনা রিপোর্ট পজিটিভ। নিরুপা গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে৷ এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা কোভিড ১৯ পজিটিভ হয়েছিলেন৷ তাঁকে সে সময়েও উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৪/১১/২০২২

মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা আন্দোলনে নামল কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় অংশ নেন কংগ্রেস সাংসদরা। দুধ, দইয়ের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসে জিএসটি লাগু, মূল্যবৃদ্ধি, এরকম নানা ইস্যুতে আজ সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে জড়ো হন কংগ্রেস-সহ অন্য বিরোধী দলের সাংসদেরা ৷ প্ল্যাকার্ড হাতে ‘মোদি সরকার হায় হায়’ স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ হাজির হন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে, সাংসদ-নেতা রাহুল গান্ধি, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ