Breaking news 20/6/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

ত্রিপুরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে বিরোধিতায় এবার সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,অগ্নিবীররা চার বছর পর বিজেপি-র পার্টি অফিসে দাড়োয়ানের কাজ করবে৷ এর থেকে নিন্দার, লজ্জার কী হতে পারে? উল্লেখ্য, এর আগে অগ্নিবীর নিয়ে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। অগ্নিবীররা তাঁদের চাকরির মেয়াদ শেষে বিজেপি অফিসের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে পারেন, এমনই জানিয়েছিলেন বিজয়বর্গীয়।

বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়া-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হয়। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের ফলে তাঁকে আজ নারকেলডাঙা থানায় তলব করা হয়েছিল। নূপুর অবশ্য হাজিরা দেননি৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মর্মে কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। ফের কবে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে ডাকা হবে? পুলিশ এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। হালকা বৃষ্টি ও মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

ন্যাশনাল হেরাল্ড মামলায়,আজ চতুর্থবার রাহুল গাঁধীকে তলব ইডি-র। আজ সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডি অফিসে ঢোকেন রাহুল। গত সপ্তাহের সোমবার থেকে বুধবার টানা তিনদিন ধরে তাঁকে জেরা করেছিল ইডি আধিকারিকরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে যা প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর পেয়ে সন্তুষ্ট হননি আধিকারিকরা। সেই কারণেই বারবার তাঁকে তলব করা হচ্ছে বলে জানা গিয়েছে।এদিকে সোমবার রাহুলকে জিজ্ঞাসাবাদের আগে কংগ্রেস নেতা অজয় মাকেন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন। কংগ্রেসের সদর দফতরে আক্রমণের জন্য দিল্লি পুলিশের সমালোচনাও করেছেন তিনি। কেন্দ্র সরকারের সমালোচনা করেন অজয় মাকেন বলেন, কেন্দ্র ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ স্কিম-এর বাস্তবায়ন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ