দিনকয়েক আগেই পাচারকারীর মলদ্বার থেকে মিলেছিল কন্ডোমে মোড়া সোনার বিস্কুট। এবার সাইকেলের চাকার টায়ারের ভিতর থেকে সোনার বিস্কুট উদ্ধার করলেন বিএসএফ জওয়ানরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারত-বাংলাদেশ সীমান্তে।

জানা গিয়েছে, আনিকুল ইসলাম নামে এক পাচারকারী কৃষকের ছদ্মবেশে সাইকেলে আসছিল। সেই সময়ে সীমান্তে প্রহরারত সীমান্ত রক্ষীবাহিনীর ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সাইকেলের অতি মন্থর গতি দেখে সন্দেহ হয়। এরপর আটক করে তল্লাশি শুরু হয়। সাইকেলের টিউবের হাওয়া খুলতেও হাওয়া বের হয় না। দুটি চাকার টায়ারের ভিতর থেকে বের হয়ে পড়ে মোট ৮টি সোনার বিস্কুট। যার আনুমানিক মূল্য প্রায় ৫৮ লক্ষ টাকা।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বাংলাদেশের এক পাচারকারীর কাছ ঐ সোনার বিস্কুট মুর্শিদাবাদের এক পাচারকারীর কাছে পৌঁছে দেওয়ার ঠিকা নিয়েছিল সে। বিনিময়ে ৫ হাজার টাকা পেত। ধৃতকে লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।