Kuntal Ghosh : চিঠি মামলায় প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে ডাক সিবিআই-এর

images (82)

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নতুন সংযোজন। প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে আগামী সোমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। এর আগে সংশোধনাগারের সুপারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-এর বিরুদ্ধে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন কুন্তল। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে সিবিআই জেরা করতে পারবে বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময়ে অভিযোগ ওঠে, ঐ চিঠি কুন্তল ঘোষ নিজে লেখেননি, অন্য কাউকে দিয়ে লেখানো হয়েছিল। তারপরেই প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাছাড়া প্রয়োজনে ইডি ও সিবিআই অভিষেককে জেরা কিরতে পারবে বলেও জানান। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গেলে তিনি রায় অপরিবর্তিত রাখেন। এরই মধ্যে আদালতের অনুমতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। আদালতের অনুমতিতে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজও। চলছে জেরা পর্বও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ