এবার মমতাই হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, মন্ত্রিসভার অনুমোদনে সরতে হবে রাজ্যপালকে

এবার মমতাই হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, মন্ত্রিসভার অনুমোদনে সরতে হবে রাজ্যপালকে

সরে যেতে হবে রাজ্যের রাজ্যপালকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। সেই বিষয়ে অনুমোদন মিলেছে মন্ত্রিসভার বৈঠকে। শীঘ্রই বিল আনা হবে বিধানসভায়।

রাজ্যে সাম্প্রতিক সময়ে একাধিক বার বিভিন্ন প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রীর সংঘাত সামনে এসেছে। বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল।। অন্যদিকে সাম্মানিক পদের কারনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল। কিন্তু বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল বৈঠক করতে চাইলেও উপাচার্যরা আসেননি। এরই মধ্যে আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে আনার জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই বিষয়ে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হবে। সেই বিষয়ে মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, শীঘ্রই এই মর্মে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ