ওভারলোডিং প্রমাণ নেই, আটক ৬ টি বালি গাড়ি ফাইন ছাড়াই মুক্ত গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে

ওভারলোডিং প্রমাণ নেই, আটক ৬ টি বালি গাড়ি ফাইন ছাড়াই মুক্ত গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে

গাড়ি মালিকদের আন্দোলনের চাপে আটক করা বালি গাড়ি অবশেষে কোন ফাইন ছাড়া ছাড়ল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতর।

প্রসঙ্গত গত ২০ মে শুক্রবার ওভারলোডিং নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি বলি বোঝাই গাড়ি আটক করে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতর। কিন্তু ঘটনার পর আটক করা কয়েকটি গাড়িতে ওভারলোড নেই এই অভিযোগে সরব হয় মা কালী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। প্রথম থেকেই ঘটনার প্রতিবাদে গত ২৩ শে মে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানায় গাড়ি মালিকদের সংগঠনটি। কিন্তু তার পরেও কোন সুরাহা না পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি দফতরের সামনে অবস্থানে বসলেন মা কালী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের অভিযোগ ছিল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধভাবে গাড়ি গুলিকে আটক করা হয়েছে। তাই গাড়ি মালিকদের দাবি ছিল পুনরায় মেজারমেন্ট করে বিচার করা হোক। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন:  শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

সারাদিনের বহু নাটকের পর অবশেষে ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে আটক করা বালি গাড়ি গুলোর মেজারমেন্ট এর পর দেখা যায় গাড়িগুলোতে কোন ওভারলোড নেই। ভূমি দফতরের দেওয়া ক্যারিং অর্ডার এর মধ্যেই রয়েছে বালি গাড়িগুলোতে। সেই মতো সন্ধ্যায় প্রশাসনের তরফ থেকে মোট ৬ টি বালি গাড়ি কোন প্রকার ফাইন ছাড়া ছেড়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ