Chief Secretary : মেয়াদ বৃদ্ধি রাজ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর

Chief Secretary : মেয়াদ বৃদ্ধি রাজ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর

কেন্দ্রীয় সরকারের তরফে ৬ মাস মেয়াদ বৃদ্ধি করা হল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। তাঁর কর্মজীবন শুক্রবার শেষ হত। তারই আগে আবেদনে মান্যতা দিয়ে শুক্রবার এসেছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের চিঠি।

এক সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই পদে থাকাকালীন মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে যথেষ্ট জল ঘোলা হয়েছিল। কেন্দ্র ও রাজ্য সংঘর্ষের আবহাওয়া তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে দ্বিবেদীর আবেদনে আদৌ কেন্দ্রীয় সরকার সারা দেবে কিনা সেই বিষয়ে সংশয় ছিল। অন্যদিকে সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির আবেদনের বিরোধিতা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আমলাদের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত কেন্দ্রের ‘পার্সোনেল’ মন্ত্রকের অধীন, যা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিয়ন্ত্রণে৷ ফলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই মেয়াদবৃদ্ধির অনুমোদনে প্রধানমন্ত্রীর মান্যতাকে কেন্দ্র করেও জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ