Gopiballavpur : ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে শিক্ষক, মানবসেবাই ব্রত শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তীর

Gopiballavpur : ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে শিক্ষক, মানবসেবাই ব্রত শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তীর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শিক্ষকের মানবিক মুখ। গোপীবল্লভপুরের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসায় সাহায্য শিক্ষকের। বাঁকুড়া জেলার কদমা উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তীর কাছে মানবসেবাই হয়ে উঠেছে ব্রত।

খবরে প্রতিদিন এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম। আদালতের রায়ে চাকরি গিয়েছে হাজার হাজার শিক্ষকের। শিক্ষকদের প্রতি মানুষের স্বাভাবিক সমীহ ও শ্রদ্ধা ক্রমশ অস্তমিত। সেই সময়ে হেরম্বনাথ চক্রবর্তীর মত শিক্ষকেরা প্রতিনিয়ত আশ্বাস দেন৷ একদা দীর্ঘদিন গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন তিনি। তারপর কর্মসূত্রে বদলি হয়ে এখন বাঁকুড়া জেলার কদমা উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতের শিক্ষক। তবুও পূর্বতন কর্মস্থানের প্রতি মানসিক যোগ ছিন্ন হয়নি। তাই গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত রান্টুয়া এলাকার বাসিন্দা অশোক পৈড়ার আট বছরের পুত্র অরিত্রিক পৈড়ার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে পেরেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হেরম্বনাথবাবু।

আরও পড়ুন:  Jhargram : “লড়াই দুর্নীতির বিরুদ্ধে”, বার্তা জেলা পরিষদের কনিষ্ঠতম প্রার্থী মধুশ্রী মজুমদারের

সমবয়সী বন্ধুরা যখন পড়াশোনা করছে, মাঠে দাপিয়ে খেলছে তখন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত ৮ বছরের অরিত্রিক পৈড়া। কিন্তু চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও মানুষজন এগিয়ে এসেছেন অরিত্রিকের সাহায্যের জন্য৷ তেমনই একজন হেরম্বনাথবাবু। কিন্তু তাঁর সাহায্য শুধু এখানেই সীমাবদ্ধ নয়৷ যে জায়গারই হোক, কেউ বিপদে পড়েছেন জানতে পারলেই নিরবে সাধ্যমতো সাহায্য করে চলেন এই শিক্ষক। অরিত্রিকের চিকিৎসার জন্য তার পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি পরবর্তীতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ