রাজ্যে স্কুল খোলা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অনুযায়ী মামলাগুলোর একত্রিত শুনানি ছিল শুক্রবার। স্কুল খোলা নিয়ে বিশেষজ্ঞদের মতামত আদালতে জানাবে রাজ্য। পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
স্কুল খোলা নিয়ে পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি
এই দিন মামলাকারীদের তরফে শুনানিতে অংশ নেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে স্কুল খোলার পক্ষে সওয়াল করে জানান, ভার্চুয়াল মাধ্যমে পড়াশোনা চললেও অনেক পড়ুয়ার কাছে তার পরিকাঠামো উপলব্ধ নয়। অনলাইন এবং অফলাইন ক্লাসের পার্থক্য মেনে নিয়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, ১৬ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে।
- Advertisement -
কিন্তু ১২ বছরের নীচে টিকা দেওয়া এখনও শুরু হয়নি। এই পরিস্থিতিতে কিছু হলে পরিশেষে দায় রাজ্যকেই নিতে হবে। তাছাড়া পুজোর পর স্কুল বন্ধ করতে চেয়ে মামলা এবং সেই সময়ে পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনা করে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য।
- Advertisement -
আদালতের তরফে ১৪ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ঐ দিন স্কুল খোলা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও রাজ্যের সিদ্ধান্ত আদালতে জানানো হবে।