করোনা সংক্রমণের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর রাজ্যের আইসিডিএস তথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খুলতে চলেছে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে নির্দেশ দেওয়া হয়েছে জেলাস্তরের প্রশাসনে।
- Advertisement -
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, তারপরেই মঙ্গলবার নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নারী শিশু ও সমাজকল্যাণ দফতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার সিদ্ধান্ত নেয়।
- Advertisement -
অন্যদিকে সূত্রের খবর, নারী শিশু ও সমাজকল্যাণ দফতর সিদ্ধান্ত নিয়েছে আপাতত তিন থেকে ছয় বছরের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার অনুমতি দেওয়া হবে। তবে আপাতত কেন্দ্রগুলিতে পড়াশোনা এখনই হবে না। শুধুমাত্র রান্না করা খাবার বিতরণ হবে। তিন বছর নীচের শিশু, অন্তঃসত্ত্বা বা সদ্য মা হওয়া মহিলারা কেন্দ্র থেকে খাবার বাড়ি নিয়ে যেতে পারবেন বলেও জানা গিয়েছে।