সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রির অভিযোগে গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস। ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
- Advertisement -
স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন এক ভ্যানওয়ালাকে ভ্যানে করে সবুজ সাথী প্রকল্পের চারটে সাইকেল নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। তাঁদের সন্দেহ হওয়ায় ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করেন। জানা যায়, ঐ ভ্যানচালক চারঘাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাসের কাছ থেকে প্রতি সাইকেল ৩৭০ টাকা দরে মোট আটটি সাইকেল ক্রয় করছেন।
এরপরেই ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশে খবর দেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষিকা ও ভ্যান চালককে গ্রেপ্তার করেছে।