আমশোলে সরকারি জমির গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি বাসিন্দাদের

আমশোলে সরকারি জমির গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি বাসিন্দাদের

পশ্চিম মেদিনীপুরের আমশোল গ্রাম পঞ্চায়েতের সামরমারা পূর্ব সংসদের পিডব্লিউডি ও বন দফতরের জায়গা থেকে মোট ৩২ টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আমশোল অঞ্চল কমিটির এক সদস্য ও আরো দুই জনের বিরুদ্ধে। প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা শাসককে চিঠি স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২০ মার্চ সামরমারা পূর্ব সংসদের পিডব্লিউডি-র জায়গা থেকে ৭ টি তাল গাছ এবং ৩ রা এপ্রিল বন দফতরের জায়গা থেকে ২৫ টি আকাশমনি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে দিয়েছেন সামরমারা পূর্ব সংসদের হিমাংশু নায়েক, আমশোল অঞ্চল কমিটির সদস্য মানিক ঘোষ এবং আঁধারনয়ন মল্লিকপাড়ার বাসিন্দা পঞ্চানন মল্লিক নামে তিন ব্যক্তি। স্থানীয়দের আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে ও এলাকা ছাড়ার নিদান দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বন দফতরকে এই বিষয়ে সূচীত করার পরেও কোনো সুরাহা না হওয়ায় এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা শাসককে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ