Medinipur : সেতু হবে কংসাবতী ও শিলাবতী নদীর উপর, অর্থ মঞ্জুর কেন্দ্রীয় সরকারের

Medinipur : সেতু হবে কংসাবতী ও শিলাবতী নদীর উপর, অর্থ মঞ্জুর কেন্দ্রীয় সরকারের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের জন্য সেতু নির্মাণ হবে কংসাবতী ও শিলাবতী নদীর উপর। সেই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে মঞ্জুর করা হয়েছে ৩০৪.৮২ কোটি টাকা। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি সমাজমাধ্যমে পোস্ট করে এই ঘোষণা করেছেন।

মেদিনীপুরে যোগাযোগের অন্যতম মাধ্যম কংসাবতী নদীর উপরে মোহনপুর তথা বীরেন্দ্র সেতু। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটির অবস্থা সঙ্গীন। মাঝে একাধিক বার সেতু বন্ধ করে মেরামতির কাজ চলেছে। সেতু বন্ধ থাকায় আতান্তরে পড়েছেন জেলাবাসী। বিকল্প সেতুর জন্য দাবি উঠেছে বারবার। অবশেষে সুখবর জেলাবাসীর জন্য। মোহনপুর সেতুর বিকল্প হিসাবে কংসাবতী নদীর উপর নির্মিত হবে ১.৪৮ কিমি দীর্ঘ সেতু। সেই সঙ্গে শিলাবতী নদীর উপর নির্মিত হবে ৯০০ মিটার দীর্ঘ সেতু। সেই জন্য মোট ৩০৪.৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

প্রস্তাবিত সেতু দু’টি ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত হবে। রাস্তা হবে চার লেন বিশিষ্ট। আগামী ২০২৩-২৪ নির্মাণ বছরে সেতু দু’টির নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। সেতু নির্মিত হলে মেদিনীপুর, খড়গপুর, হলদিয়ার সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, রাণীগঞ্জ সড়ক যোগাযোগ মসৃণ হবে। পশ্চিমের জেলাগুলির সঙ্গে কলকাতা যাতায়াতেরও সুবিধা হবে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ