এবার মমতা ‘ভগিনী নিবেদিতা’, মুখ্যমন্ত্রীর প্রশস্তিতে নতুন সংযোজন বাগদার তৃণমূল বিধায়কের

এবার মমতা 'ভগিনী নিবেদিতা', মুখ্যমন্ত্রীর প্রশস্তিতে নতুন সংযোজন বাগদার তৃণমূল বিধায়কের

কখনও তিনি মা সারদার অবতার, কখনও আবার তাঁর মধ্যে রানী রাসমনির ছায়া। এবার তাঁর মধ্যে ভগিনী নিবেদিতাকে প্রত্যক্ষ করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক অতীতে বিভিন্ন মনীষীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এর আগে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাখ্যা করেন সারদা দেবীর অবতার রূপে। বিতর্ক চরমে পৌঁছায়। এমনকি রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে বার্তা প্রকাশ করে সেই দাবি খন্ডন করে তীব্র সমালোচনা করা হয়। সেই বিতর্কর রেশ মেলানোর আগেই রানি রাসমণির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার একই বন্ধনীতে তিনি আনলেন ভগিনী নিবেদিতা প্রসঙ্গ।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাগদার হেলেঞ্চা বাজারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিয়ে শনিবার বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তা সারা ভারতে আর কেউ করেনি। আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি। আমরা শুনেছি তাঁর কাজ। আমরা শুনেছি যে মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন।” এর পরেই তাঁর সংযোজন, “বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এমন একজন নেত্রীকে যিনি মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করছেন। তিনি আর কেউ নন। আমার, আপনার সকলের জননেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।” তাঁর এই প্রসস্তিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ