পেট্রল ও ডিজেলের দাম কমালে ক্ষতি রাজ্যেরও, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী

পেট্রল ও ডিজেলের দাম কমালে ক্ষতি রাজ্যেরও, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী

গত শনিবার শুল্ক কমিয়ে পেট্রল ও ডিজেলের দাম হ্রাসের কথা ঘোষণা করেছেন কেন্দ্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে এর ফলে কেন্দ্রের ক্ষতির হিসাবও দেন তিনি। সেই একই বিষয়ে সোমবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কেন্দ্রের শুল্ক হ্রাসে ক্ষতি হবে রাজ্যেরও। দাম কমানোয় রাজ্যের ভাগ কতটা তার হিসেবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

লিটার প্রতি পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই শুল্ক হ্রাসে পেট্রোলে লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা এব‌ং ডিজেলে লিটার প্রতি ২ টাকা ৩ পয়সা রাজ্যের শুল্কের ভাগ। এই শুল্ক হ্রাসের ফলে রাজ্যের ক্ষতির হিসাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পেট্রোলে শুল্কে ছাড় দেওয়ায় ২৭৩.৮ কোটি এবং ডিজেলে ৩৬৮.৩৭ কোটি টাকার ক্ষতি হবে রাজ্যের। এছাড়াওশেষ বাবদ ৫০০ কোটির ক্ষতি মিলিয়ে রাজ্যের মোট প্রায় ১১০০ কোটি টাকা ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের প্রাপ্য টাকা নিয়মিত কেন্দ্রের কাছে পেয়ে গেলেও রাজ্য বঞ্চিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার কেন পেট্রো-পণ্যে সেস ছাড় দিচ্ছে সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ