IIT Kharagpur: গর্বিত বাংলা! ইনফোসিস পুরষ্কার পেলেন বাঙালি অধ্যাপক

IIT Kharagpur: গর্বিত বাংলা! ইনফোসিস পুরষ্কার পেলেন বাঙালি অধ্যাপক

বাঙালি অধ্যাপকের সৌজন্যে ফের গর্বিত রাজ্য। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ এ ভূষিত হলেন আইআইটি খড়গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী।

ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন এর তরফে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ, জীবনবিজ্ঞান, গণিত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানে ইনফোসিস পুরস্কার দেওয়া হয়। গত ১৫ নভেম্বর ২০২২ সালে পুরষ্কারজয়ীদের তালিকা ঘোষনা করা হয়েছে৷ ফ্লুইড মেকানিক্স, ইন্টারফেসিয়াল ফেনোমেনা এবং মাইক্রো ও ন্যানো স্কেলে ইলেক্ট্রোমেকানিক্সে অবদানের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ পেলেন অধ্যাপক সুমন চক্রবর্তী। তার পর্যবেক্ষণ স্বল্পমূল্যের চিকিৎসার যন্ত্রাংশ তৈরিতে সহায়তা করবে। বেঙ্গালুরুতে পুরষ্কার বিজয়ীদের প্রত্যেককে স্বর্ণপদক ও ১ লক্ষ মার্কিন ডলার অর্থমূল্যের সাম্মানিক সহ সম্মানিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ