Medinipur : শিক্ষায় শিরোপা, সেরা দশে খড়গপুর আইআইটি, প্রথম একশোতে আরও দুই কলেজ

Medinipur : শিক্ষায় শিরোপা, সেরা দশে খড়গপুর আইআইটি, প্রথম একশোতে আরও দুই কলেজ

শিক্ষায় বরাবরই রাজ্যে উজ্জ্বল মেদিনীপুর। প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পরে মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুরের উপস্থিতি অবশ্যম্ভাবী। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। বলা ভালো মেধা তালিকায় মেদিনীপুরের ছাত্রছাত্রীদের এই বছরের উপস্থিতি রেকর্ড তৈরি করেছে। এবার উচ্চ শিক্ষার উজ্জ্বল হল পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরের দুই কলেজ দেশের সেরা একশ কলেজের তালিকায়। প্রথম পাঁচে খড়গপুর আইআইটি।

শুক্রবার মানের ভিত্তিতে দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা প্রকাশিত হয়েছে এনআইআরএফ এর তরফে। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক তালিকায় পাঁচ নম্বরে রয়েছে মেদিনীপুরের আইআইটি খড়গপুর। এছাড়া অষ্টম স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। শীর্ষে আইআইটি মাদ্রাজ। রাজ্য অধীনস্থ সব বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয় আইআইএসসি বেঙ্গালুরু। জাতীয় স্তরে চতুর্থ স্থানে যাদবপুর এবং অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

অন্যদিকে মেদিনীপুরের দুই কলেজ স্থান করে নিয়েছে দেশের সেরা একশো কলেজের তালিকায়। প্রথম ১০০ কলেজের ক্রমতালিকায় মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় রয়েছে ৭৩ নম্বর স্থানে এবং মেদিনীপুর কলেজ রয়েছে ৯৭ তম স্থানে। তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে ফের গৌরবান্বিত মেদিনীপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ