খড়্গপুর আইআইটি-তে দোল উৎসব পালন, সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ভোগ বিতরণ

খড়্গপুর আইআইটি-তে দোল উৎসব পালন, সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ভোগ বিতরণ

দোল পূর্ণিমা উপলক্ষে IIT খড়্গপুর ক্যাম্পাসের দোলপার্কে দোল উৎসব পালিত হয়। সকালের অনুষ্ঠানে ছিল প্রভাতফেরী, হরিনাম সংকীর্তন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোগ বিতরণ। প্রতিবছরই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় তবে এ বছর ক্যাম্পাসের আভ্যন্তরীন শিল্পীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে উঠেছিল। সন্ধ্যানুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের মধ্যে শিল্পী অপরাজিতা মল্লিকের কবিতা ও শিল্পী সুতপা সাহা গলুই এর সঙ্গীত এই অনুষ্ঠানটিকে এক অন্যমাত্রা এনে দেয়। এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন IIT -র অধ্যাপক ড: ভানু ভূষণ খাটুয়া। শিশু শিল্পী শ্রেয়া বেরার সঙ্গীত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তোলেন সঞ্চালক শ্রীমতী কোয়েল লাহা ঘোষ।

আরও পড়ুন:  Kharagpur: ৬৭ তম রেলসপ্তাহ পালন, পুরস্কৃত হলেন খড়গপুর ডিভিশনের ৪১২ জন রেলকর্মী

দোল উৎসব কমিটির সভাপতি শ্রী মৃনাল কান্তি নাথ মহাশয় বলেন, আনুমানিক ১৫০০ জন এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভোগগ্রহণ করেছেন। তিনি ধন্যবাদ জানান IIT ক্যাম্পাস কমিউনিটিকে যাদের যোগদানে এই অনুষ্ঠান সফল হয়েছে। তিনি আরও বলেন, যুগ্ম সম্পাদক শ্রী অভিনন্দন ভট্টাচার্য, শ্রী চন্দন মন্ডল ও দোলউৎসব কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান এতো সুন্দর সুষ্ঠ ভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। সবশেষে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য IIT কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ