খড়গপুর পৌরসভার বোধদয়, সৌরভ নাথের প্রতিবাদের পরেই ওয়ার্ড পরিদর্শন পৌরপ্রধানের

খড়গপুর পৌরসভার বোধদয়, সৌরভ নাথের প্রতিবাদের পরেই ওয়ার্ড পরিদর্শন পৌরপ্রধানের

কথায় বলে দুনিয়া নাকি ‘শক্তের ভক্ত’! সেই বিষয়টিই যেন প্রতিষ্ঠিত হল খড়গপুর পৌরসভায়, এমনটাই মনে করছেন পৌরবাসীদের অনেকেই। সৌরভ নাথের রাস্তায় জঞ্জাল পুড়িয়ে অভিনব প্রতিবাদের পরেই ৩৪ নম্বর ওয়ার্ডের জঞ্জাল সাফাই ব্যবস্থা এবং নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন পৌরপ্রধান প্রদীপ সরকার ও কাউন্সিলর অপূর্ব ঘোষ।

পোস্টার লাগিয়ে জঞ্জাল পরিষ্কারের জন্য পৌর প্রতিনিধি অপূর্ব ঘোষকে ৭২ ঘন্টা সময়সীমা দেওয়ার পরে প্রেমবাজারের রাস্তায় জঞ্জাল ফেলে ও তাতে আগুন লাগিয়ে অভিনব প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সৌরভ নাথ। অভিযোগ, এই প্রতিবাদের জন্য তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করে কাউন্সিলরের অনুগামীরা। কিন্তু সেই প্রতিবাদের ফলে বিভিন্ন। রাজনৈতিক মহলে হৈ চৈ শুরু হয়। তারপরেই ৩৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি অপূর্ব ঘোষকে সঙ্গে নিয়ে জঞ্জাল সাফাই ও জল নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন পৌরপ্রধান প্রদীপ সরকার।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

জানা গিয়েছে, নিকাশি ব্যবস্থা সম্পর্কে স্থায়ী সমাধান ও পথ নির্দেশের জন্য খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে পৌরসভা। খড়গপুরে নিকাশি ব্যবস্থা নিয়ে রেল ও পৌরসভার মধ্যে একাধিক মতবিরোধও রয়েছে। সেই কারনেই বিকল্প পথের সন্ধানে আইআইটি-র মতামতকে বিশেষ গুরুত্ব দিতে পারে পুরসভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ