BRAKING NEWS

Justice Ganguly : “মানিকের জুতোয় পা গলাবেন না”, পর্ষদ সভাপতিকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে “মানিক ভট্টাচার্যের জুতোয় পা না গলানোর” হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে ২০১৪ সালের টেটের শংসাপত্র নিয়ে মামলায় হাজির হন পর্ষদের সভাপতি গৌতম পাল। পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া কেন হয়নি তার জবাবে আর্থিক সমস্যার উল্লেখ করেন তিনি। এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীদের পিছন টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, কিন্তু টেটের শংসাপত্র দিতে আর্থিক সমস্যা কেন!

এরপর পর্ষদ সভাপতিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার সুরে বলেন, “মানিক ভট্টাচার্যের রেখে যাওয়া জুতোয় পা গলাবেন না।’’ বিচারপতির নির্দেশ পালনে সম্মতি জানান পর্ষদ সভাপতি।

Leave a Reply