BRAKING NEWS

Sujan-Kunal : সুজন চক্রবর্তীর আত্মীয়দের তালিকা প্রকাশ, চাকরি নিয়ে তদন্তের দাবি কুণালের

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর আত্মীয়দের নাম ও চাকরির তালিকা টুইট করে প্রকাশ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশ্ন, ‘‘সুজন’দা তালিকা কি ঠিক?’’ তালিকা সঠিক হলে চাকরি নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তারই মধ্যে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরিতে যোগদানের একটি চিঠির প্রতিলিপি প্রকাশ্যে এনে তৃণমূলের তরফে নিয়োগপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয় দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অবসর প্রাপ্ত কর্মী মিলি চক্রবর্তী সেই অভিযোগ খণ্ডন করেন ও প্রয়োজনে তদন্তের দাবিও জানান। তারই মধ্যে সুজন চক্রবর্তীর আত্মীয়দের নাম ও চাকরির তালিকা প্রকাশ করে ফের প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।


এইদিন টুইটে সুজন চক্রবর্তীর পরিবারের ১৩ জনের নাম ও চাকরির তালিকা প্রকাশ করে কুণাল ঘোষ লিখেছেন, “সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে। সুজনদা, তালিকা কি ঠিক? যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক?” তাঁর দাবি, “যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার। যদি ঠিক হয়, তদন্ত হোক।”

 

Leave a Reply