১০০ কোটি টাকার সম্পত্তির হদিস নাকি মিলেছে। নামে বেনামে সেই সম্পত্তির মালিক নাকি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীল। এমনটাই দাবি ইডি সূত্রের। সেই সম্পত্তির উৎস নিয়েই চলছে তদন্ত৷
হুগলির প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরেই প্রোমোটার অয়ন শীলের হদিস মেলে। দীর্ঘ তল্লাশির পর ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অয়ন। এরপর অয়নের সঙ্গে জড়িয়েছে কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর নাম। পুরসভা, শিক্ষা ক্ষেত্র সর্বত্র টাকা নিয়ে অবৈধ প্রার্থীদের নিয়োগ, এমনকি যোগ্য প্রার্থীদের থেকেও চাকরিতে যোগদানের জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে অয়নের বিরুদ্ধে৷
- Advertisement -
ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের দাবি, অয়ন শীলের নামে বেনামে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা৷ অয়ন এবং তাঁর ঘনিষ্ঠদের মিলিয়ে প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিসও পাওয়া গিয়েছে৷