বছরের পর বছর ধরে পুজোতে একত্রিত হন মল্লিক বাড়ির সদস্যরা

বছরের পর বছর ধরে পুজোতে একত্রিত হন মল্লিক বাড়ির সদস্যরা

কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি-সার্বজীনন ক্লাবের পুজোগুলো। সেখানে থাকে থিমের বাহার, বিরাট ঝাঁ চকচকে মণ্ডপ, ঘাড় উঁচু করে দেখা বিশাল প্রতিমা। কিন্তু পাশাপাশি এ শহরেরই প্রাণপুজো বলতে আমরা চিরকাল জেনে এসেছি বাড়ির পুজোকে। ছোটখাটো ছিমছাম পুজো অথচ বড্ড আন্তরিক।

আরও পড়ুন:  Sourav Puja : ৫১ তম বর্ষে সৌরভের বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গোৎসব

সব বাড়ির পুজোয় বারোয়ারির মতো তেমন জাঁকজমক না থাকলেও থাকে অন্যরকম আনন্দ। ছোট প্রতিমা কিন্তু তাঁকে দেখলে ভক্তিতে মাথা নুইয়ে আসে। তেমনই কলকাতার মল্লিক বাড়ির পুজো।

আরও পড়ুন:  Durga Puja 2023: আগামী বছর দূর্গা পুজো কবে? দেখুন আগামী চার বছরের নির্ঘণ্ট

এই পুজো দেখতে শুধু কলকাতা বা শহরতলিই নয় এমনকী দেশের বাইরে থেকেও লোকজন আসেন। মল্লিক বাড়ির ছেলে অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। তাই এই পুজোর গ্ল্যামারই আলাদা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ