ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে পদযাত্রা

screenshot 2024 01 28 17 09 56 65 6012fa4d4ddec268fc5c7112cbb265e7

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তীতে প্রকল্পটি স্বীকৃতি পাওয়ার পর জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রাথমিক পদক্ষেপ হলেও এখন ফের থমকে গিয়েছে কাজ৷ অবিলম্বে থমকে থাকা কাজ ফের চালু করার দাবিতে আন্দোলনে স্থানীয়রা। এই দাবিতে রবিবার বাঁকুড়া-মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির ডাকে অনুষ্ঠিত হল ছাতনা-মুকুটমণিপুর পদযাত্রা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

দক্ষিণ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন রেলপথ ব্যবহার করতে বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের উপর নির্ভরশীল। যে কারণে বিভিন্ন প্রয়োজনে বারবার সমস্যার সম্মুখীন হন তাঁরা৷ বাঁকুড়া থেকে ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবি দীর্ঘদিনের। প্রায় এক দশক আগে এই রেলপথ তৈরিতে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার৷ জমি অধিগ্রহণ, জমি ভরাট প্রভৃতি প্রাথমিক কাজও শুরু হয়। কিন্তু এরপরে হঠাৎই থমকে গিয়েছে সেই কাজ।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

অভিযোগ, কেন্দ্রে সরকার পরিবর্তনের পর থেকেই প্রকল্পটি গতি হারিয়েছে। বিষয়টি নিয়ে কমিটির তরফে একাধিকবার বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এইদিন প্রস্তাবিত রেলপথে থমকে যাওয়া কাজ পুনরায় শুরুর দাবি জানায় রেলপথ স্থাপন কমিটি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ