মনুষ্যহীন ঘটনা! মুসলমান ছাত্রের সঙ্গে একঘরে ছেলেকে রাখতে নারাজ বাবা

মনুষ্যহীন ঘটনা! মুসলমান ছাত্রের সঙ্গে একঘরে ছেলেকে রাখতে নারাজ বাবা

এসএসকেএম হাসপাতালের হোস্টেলে হিন্দু মুসলমান এক ঘরে নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসএসকেএম-এ এমবিবিএস পড়ার প্রথম বর্ষের এক ছাত্রের বাবার পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মাধ্যমে। মুর্শিদাবাদের সংখ্যালঘু এক ছাত্র তাঁর ছেলের সঙ্গে থাকবে তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ পড়ুয়ার বাবা। এই মনুষ্যহীন ঘটনায় তীব্র নিন্দা করেছে শহরের চিকিৎসকরা।

গত ২ মার্চ থেকে এসএসকেএম এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। তার মধ্যেই ওই ডাক্তার পড়ুয়ার বাবা সোশ্যাল মিডিয়ায় লেখেন,’প্রতি রুমে দুজন করে ছাত্র। অত্যন্ত অস্বস্তিকর বিষয় আমার ছেলের রুমমেট একজন মুসলিম। আপাতত কিছুদিন এই রুমমেটের সঙ্গেই ওকে থাকতে হবে’। শুধু তাই নয় কতদিন ছেলেকে ওই মুসলিম ছেলের সঙ্গে থাকতে হবে এই বিষয়ে এমন প্রশ্ন করেছেন ওই অভিভাবক। পাশাপাশি তিনি জানিয়েছেন,’দ্রুত যেন তাঁর ছেলের ঘর বদলে দেওয়া হয়’।

আরও পড়ুন:  শীতকালে শরীর সুস্থ রাখতে আমলকির জুড়ি মেলা ভার

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষমা চেয়ে নেয় ওই ছাত্র। সেই ছাত্র লেখেন,’বাবার সমস্যা রয়েছে। কিন্তু মুসলিম ছাত্রর সঙ্গে ঘর শেয়ার করতে আমার কোনও সমস্যা নেই। আমার বাবার জন্য আমাকে তোরা শত্রু মনে করিস না, আর ক্ষমা করবে কিনা একটু ভেবে দেখিস‘।

আরও পড়ুন:  শীতকালে শরীর সুস্থ রাখতে আমলকির জুড়ি মেলা ভার

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. কৌশিক চাকি জানিয়েছেন,’এমন ঘটনাকে লজ্জাজনক বললেও কম বলা হয়। যিনি এমন মন্তব্য করছেন তাঁর ছেলে চিকিৎসার মতো এক সম্মাজনক পেশায় আসতে চলেছেন। যে পেশার মূল শর্তই হল ধর্ম, জাত, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের চিকিৎসা করতে হবে। সেখানে এটা কী রকম মানসিকতা?’

এআইডিএসও মেডিক্যাল ইউনিটের আহ্বায়ক ডা. শামস মুসাফির বলেন,’বিদ্বেষমূলক এই পোস্ট ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ