BRAKING NEWS

Mamata Banerjee : সরকারি কর্মীদের উৎসব বোনাস বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, ডিএ আন্দোলনের মাঝেই সিদ্ধান্ত

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের মাঝেই নতুন অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়তে চলেছে বলে সোমবার জানালেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুইয়াঁ।

সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের পর মন্ত্রী মানস ভুইয়াঁ সরকারি কর্মীদের উৎসব বোনাস বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়ে জানান। ৩৭ হাজার টাকা বা তার কম বেতন পাওয়া সরকারি কর্মচারীরা ৪৮০০ টাকা করে উৎসব বোনাস পেতেন। এখন থেকে ৩৯ হাজার টাকা বা তার কম বেতন প্রাপকরা ৫৩০০ টাকা করে পাবেন।৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকার মধ্যে বেতন প্রাপকরা উৎসব অগ্রিম বাবদ ১৪ হাজার টাকার পরিবর্তে ১৬ হাজার টাকা করে পাবেন। ৩৩ হাজার টাকা বা তার বেশি পেনশন প্রাপকরা অ্যাড হক ভাতা বাবদ ২৭০০ টাকা পেতেন। এবার থেকে ৩২ হাজার টাকা বা বেশি পেনশন প্রাপকরা ঐ ভাতা বাবদ ২৯০০ টাকা করে পাবেন।

Leave a Reply