DA: “কারও কিছু হলে বাংলায় আগুন জ্বলবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

images 2024 01 23t165716.679

মহার্ঘ্য ভাতার দাবিতে ডিএ মঞ্চে আন্দোলন ও অনশনরতদের কারও কিছু হলে “বাংলায় আগুন জ্বলবে” বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সরকারি কর্মচারিরা নবান্ন অভিযান পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে শাসক শিবির।

রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ ডিএ-র দাবিতে শহিদ মিনারে ৩৬২ দিন ধরে অবস্থান চালাচ্ছে। সম্প্রতি শুরু হয়েছে আমরণ অনশন। সেই মঞ্চেই মঙ্গলবার উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘‘প্রায় ৭২ ঘণ্টা হতে চলল অনশন। এঁদের কারও যদি কিছু হয়, তা হলে বাংলায় আগুন জ্বলবে।’’

আরও পড়ুন:  নতুন রাজনীতি, গনতন্ত্র রক্ষার দায়িত্ব দেওয়া হোক এদের হাতেই

শুভেন্দু এইদিন বলেন, ‘‘যাঁরা আমরণ অনশনের পথে হাঁটছেন, তাঁদের মুখ্যমন্ত্রী চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছেন। যাঁরা নিজেদের দাবি বুঝে নিতে প্রাণের পরোয়া করেন না, তাঁদের চাকরি খাওয়ার ভয় দেখানো যায় না।’’ ‘‘অমিত শাহ এসে আমাদের দলকে বলে গিয়েছেন, নিঃশর্ত ভাবে সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশে থাকতে হবে। আমরা সেই মতোই পাশে আছি। আপনারা নবান্ন অভিযান ডাকুন। আমি থাকব,’’ সংযোজন শুভেন্দুর।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

শুভেন্দুর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “সরকারি কর্মচারীরা সম্পূর্ণ অযৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের ওই মঞ্চ বিরোধীদের রাজনীতি করার মঞ্চে পরিণত হয়েছে। সেখানে গিয়ে শুভেন্দু যা বলেছেন তা রাজ্যকে অশান্ত করার কোনও গভীর চক্রান্ত, ষড়যন্ত্রের ইঙ্গিত।”

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ