BRAKING NEWS

শীতের দাপট বিদায়ের আগে, কি বলছে আবহাওয়া দফতর?

শীতের দাপট বিদায়ের আগে, কি বলছে আবহাওয়া দফতর?, GNE BANGLA

গত সোমবার রাত থেকে রাজ্যে ফের এসেছে ঠান্ডার আমেজ। মঙ্গলবার প্রেম দিবসেও ছিল ঠান্ডার রেশ। বুধবার সেই ঠান্ডা কিছুটা বজায় থাকবে। তবে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে বলেই অভিমত আলিপুর আবহাওয়া দফতরের।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এরপর থেকে ধীরে বিদায় নিতে পারে শীত। আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।