সোমবার সল্টলেকে বিজেপি-র মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধাননগর কমিশনারেটের দিকে মিছিল এগোলে প্রথমে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। পরে কমিশনারেটের অফিসের সামনে রাস্তায় ধর্ণায় বসেন তিনি।
বিধাননগরের পুরভোট ১৩ ফেব্রুয়ারি। বিজেপির অভিযোগ, প্রচার করতে দিচ্ছে না তৃণমূল। বিজেপির তরফে অভিযোগ আনা হয়েছে, গত মঙ্গলবার তাদের বিধাননগর পুর নির্বাচনের কার্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বিজেপি কর্মীদের মারধর, কার্যালয় ভাঙচুর, দলীয় পতাকা, প্রচারের জন্য থাকা হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ জানানো হলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে বিরোধী দলনেতার তরফে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
- Advertisement -
এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্যপাল যা বলেছেন, ঠিক বলেছেন।’’ বিধায়কের কটাক্ষ, ‘‘৮০০ বিজেপি কর্মীকে আটকাতে দু’হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।’’