BRAKING NEWS

Delhi : খুন করে প্রেমিকার দেহ ফ্রিজে, এক ঘন্টার মধ্যে বিয়ে অন্য মেয়েকে

Delhi : খুন করে প্রেমিকার দেহ ফ্রিজে, এক ঘন্টার মধ্যে বিয়ে অন্য মেয়েকে, GNE BANGLA

ফের দিল্লিতে খুনের ঘটনা। একত্রবাস সঙ্গিনী প্রেমিকাকে খুন করে ফ্রিজে ঢুকিয়ে এক ঘন্টার মধ্যে অন্য মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠলো ধাবা মালিক প্রেমিকের বিরুদ্ধে।

প্রেমিকাকে খুনের অভিযোগে দিল্লি পুলিশের হাতে ধরা পড়া দিল্লির ধাবার মালিক সাহিল গহলৌত জেরায় জানিয়েছেন, মৃতা নিক্কি যাদবের সঙ্গে তাঁর ২০১৮ সালে আলাপ হয় এবং সেই আলাপ প্রথমে মেলামেশা ও পরে প্রেমে রূপান্তরিত হয়। এরপর তাঁরা একত্রবাস শুরু করেন। ইতিমধ্যে সাহিলের বাড়ি থেকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে পরিবারের পছন্দের মেয়ের সঙ্গে সাহিলের আশীর্বাদ হয়। ফেব্রুয়ারির ৯, ১০ তারিখে ছিল বিয়ে৷ নিক্কিকে এই বিষয়ে সাহিল কিছু না জানালেও পরে তিনি তা জানতে পারেন ও মতবিরোধ তীব্র হয়।

জেরায় পুলিশ জেনেছে, ঘটনার দিন ৯ ফেব্রুয়ারি নিক্কির সঙ্গে গাড়ি চালিয়ে কাশ্মীর গেটের আইএসবিটি-র কাছে যান সাহিল। সেখানের ঝগড়ার সময় গাড়ির মধ্যেই ডেটা কেবিলের তার দিয়ে শ্বাসরোধ করে নিক্কিকে হত্যা করেন তিনি। এরপর নিক্কির দেহ নিজের ধাবায় নিয়ে এসে ফ্রিজে লুকিয়ে রাখেন। ঘন্টাখানেক পরে বিয়েও করেন। গোপন সূত্রে পুলিশ খবর পায়, ধাবার ভিতরে একটি দেহ লুকিয়ে রাখা আছে। দিল্লির বাবা হরিদাস নগর থানা এলাকায় সাহিলের ঐ ধাবায় নিক্কির (২৬) দেহ উদ্ধারের পর মঙ্গলবার সাহিলকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।