খড়গপুর ডিভিশনে বাতিল অনেক ট্রেন, তৃতীয় লাইনের কাজ নেকুড়সেনিতে

খড়গপুর ডিভিশনে বাতিল অনেক ট্রেন, তৃতীয় লাইনের কাজ নেকুড়সেনিতে

নেকুড়সেনিতে চলবে তৃতীয় লাইন সংযুক্তিকরণের কাজ। ফলে আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত খড়গপুর ডিভিশনের খড়গপুর-ভদ্রক লাইনে রেল পরিষেবা বিঘ্নিত হতে চলেছে৷ ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে খড়গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

বাতিল ট্রেনগুলি হল-
১২০৭৪/১২০৭৩ ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস আগামী ৩০ শে জানুয়ারি বাতিল।
১২২৭৮/১২২৭৭ পুরী-হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস আগামী ৩০ শে জানুয়ারি ও ২ রা ফেব্রুয়ারি বাতিল।
১৮০৪৬ হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস আগামী ২৯ শে জানুয়ারি, ৩১ শে জানুয়ারি ও ১ লা ফেব্রুয়ারি বাতিল।
১৮০৪৫ শালিমার-হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস আগামী ৩০ শে জানুয়ারি, ১ লা ফেব্রুয়ারি, ২ রা ফেব্রুয়ারি বাতিল।
১৮০৪৩/১৮০৪৪ হাওড়া-ভদ্রক-হাওড়া এক্সপ্রেস আগামী ৩১ শে জানুয়ারি, ১ লা ফেব্রুয়ারি, ২ রা ফেব্রুয়ারি বাতিল।
১২৮২১/১২৮২২ শালিমার-পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস আগামী ১ লা ফেব্রুয়ারি, ২ রা ফেব্রুয়ারি বাতিল।
২২৮৩৬ পুরী-শালিমার এক্সপ্রেস আগামী ৩১ শে জানুয়ারি বাতিল।
২২৮৩৫ শালিমার-পুরী এক্সপ্রেস আগামী ১ লা ফেব্রুয়ারি বাতিল।

১২৮৮২ পুরী-শালিমার গরীব রথ এক্সপ্রেস আগামী ১ লা ফেব্রুয়ারি বাতিল।
১২৮৮১ শালিমার-পুরী গরীব রথ এক্সপ্রেস আগামী ২ রা ফেব্রুয়ারি বাতিল।
০৮০১৭/০৮০১৮ খড়গপুর-বালাশোর-খড়গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল আগামী ৩১ শে জানুয়ারি, ১ লা ফেব্রুয়ারি, ২ রা ফেব্রুয়ারি বাতিল।
১৮০০৭ শালিমার-ভঞ্জপুর এক্সপ্রেস আগামী ১ লা ফেব্রুয়ারি বাতিল।
১৮০০৮ ভঞ্জপুর-শালিমার এক্সপ্রেস আগামী ২ রা ফেব্রুয়ারি বাতিল।
০৮০৬১/০৮০৬২ হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল আগামী ১ লা ফেব্রুয়ারি, ২ রা ফেব্রুয়ারি বাতিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ