Bankura : রেল-রোকো আন্দোলনে খোদ বিজেপি বিধায়ক, আদ্রা-খড়্গপুর শাখায় বন্ধ রেল চালুর দাবি

Bankura : রেল-রোকো আন্দোলনে খোদ বিজেপি বিধায়ক, আদ্রা-খড়্গপুর শাখায় বন্ধ রেল চালুর দাবি

দীর্ঘদিন ধরে আদ্রা-খড়গপুর শাখায় বন্ধ ট্রেন চালু ও তুলে দেওয়া স্টপেজগুলি পুনরায় কার্যকর করার দাবি নিয়ে কেন্দ্রীয় সরকাররেল কতৃপক্ষের বিরুদ্ধে সংঘাতে নামলেন খোদ বিজেপি বিধায়ক। বাঁকুড়ার বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রেল রোকো কর্মসূচীর ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

আদ্রা-খড়্গপুর শাখায় একাধিক ট্রেন বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাছাড়া ট্রেনের বেশ কিছু স্টপেজ তুলেও দেওয়া হয়েছে। অভিযোগ, এই বিষয়ে বারবার কেন্দ্রের রেল দফতরের মন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের অনুরোধ করা হলেও ফল মেলেনি। তাই বাঁকুড়া জেলার বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে ১২ ঘন্টা রেল অবরোধের ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। একই সঙ্গে রামসাগর স্টেশনের স্টেশন ম্যানেজার ও দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ম্যানেজারকে লিখিত ভাবে অবরোধের বিষয়ে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ