Shiromoni : ‘শিরোমণি’ বাদ দিয়ে ট্রেন এবার ‘এক্সপ্রেস’, বাড়বে ভাড়া, তীব্র হচ্ছে বিতর্ক

Shiromoni : 'শিরোমণি' বাদ দিয়ে ট্রেন এবার 'এক্সপ্রেস', বাড়বে ভাড়া, তীব্র হচ্ছে বিতর্ক

করোনা কাল থেকেই দীর্ঘদিন বন্ধ ছিল রানী শিরোমণির স্মৃতি বিজড়িত ট্রেন, রানী শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার। এবার রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে মুছে যেতে চলেছে রানী শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার। সেই স্থানে চলবে হাওড়া-আদ্রা-হাওড়া এক্সপ্রেস। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশদের বিরুদ্ধে জঙ্গলমহল জুড়ে গড়ে ওঠা চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন কর্নগড়ের রানী শিরোমণি। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু হয়েছিল রানী শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার। কিন্তু করোনা কালে অন্যান্য ট্রেনগুলির মত বন্ধ ছিল এটিও। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অন্যান্য ট্রেনগুলি চালু হলেও রানী শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার যাত্রা শুরু করেনি। যা নিয়ে যাত্রী মহলে অসন্তোষ বাড়ছিল। আন্দোলনও সংগঠিত হচ্ছিল। এবার রেলের প্রকাশিত নতুন মেমোরেন্ডাম অনুযায়ী রানী শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জারের পুরাতন সময়ে চালু করা হল হাওড়া-আদ্রা-হাওড়া এক্সপ্রেস। ফলে শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জারের আর অস্তিত্বই রইলো না।

আরও পড়ুন:  Elephant Attack: হরিয়াতাড়ায় হাতির হানা, ভাঙলো মাটির বাড়ি

আগামী মঙ্গলবার বিকাল ০৫:৫০ মিনিটে হাওড়া থেকে প্রথম যাত্রা শুরু করবে হাওড়া-আদ্রা এক্সপ্রেস। এরপর থেকে নিয়মিত ১৮০০৪ আদ্রা-হাওড়া এক্সপ্রেস সকাল ০৪:৩৫ মিনিটে আদ্রা থেকে ছেড়ে সকাল ১০:১০ এ হাওড়া পৌঁছাবে। ১৮০০৩ হাওড়া-আদ্রা এক্সপ্রেস প্রত্যহ বিকাল ০৫:৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত ১১:৩০ মিনিটে আদ্রা পৌঁছাবে। সেই সঙ্গে ট্রেনটি এক্সপ্রেস হওয়ায় ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। টিকিট কাটতে হবে এক্সপ্রেসের ভাড়া তালিকা অনুযায়ী।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

রেলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মেদিনীপুর যুব তৃণমূলের সভাপতি সন্দীপ সিংহ। তাঁর ক্ষোভ, “বাংলাকে এবং বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার আরও একটা নিদর্শন এটি।” তাঁর আরও বক্তব্য, “ট্রেনটি এক্সপ্রেস করে দেওয়ায় ভাড়াও দ্বিগুণের বেশি বাড়বে। যার ফলে দৈনন্দিন কাজের জন্য যে সমস্ত মানুষ প্রতিনিয়ত ট্রেনটি ব্যবহার করতেন, সেই সব গরিব প্রান্তিক মানুষদের অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হবে।” সেই সঙ্গে, রানী শিরোমণি নামে ট্রেন থেকে বাদ দেওয়ায় জঙ্গলমহল তথা সারা বাংলার মানুষের আবেগকে আঘাত করা হয়েছে বলেও মতামত জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ