Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

Medinipur Yoga : যোগ উদযাপন চন্দ্রকোনারোডে, উদ্যোগে সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শরীর ও মন সুস্থ ও সতেজ রাখতে যোগের গুরুত্ব অনস্বীকার্য। ভারত থেকে শুরু করে ক্রমশ যোগ সারা বিশ্বে স্বীকৃত। আগামী ২১ জুন এই বছরের আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের সঙ্গে সারা বিশ্বে বিভিন্ন কর্মকাণ্ড আয়োজিত হয়েছে সেই উপলক্ষ্যে। যোগ দিবসের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরে উদযাপিত হল তা। মঙ্গলবার সকালে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পরিমল কানন পার্কে শালবনির ২৩২ বিএন সিআরপিএফ মহিলা ব্যাটেলিয়ানের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।

এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সীমা তাওলিয়া, ডেপুটি কমান্ড্যান্ট রাজমঙ্গল ভক্ত, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রেনুকা সরকার, ইন্সপেক্টর অনিতা ঘোষ সহ ব্যাটেলিয়নের সদস্যরা। ব্যাটেলিয়নের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে এবং সাধারণ মানুষজনকে সুস্থ জীবনের পথে যোগের গুরুত্ব বোঝাতেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে সিআরপিএফ-এর তরফে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ