Shalboni : শালবনির জমি জিন্দলদের কাছেই! সৌরভের প্রকল্পের ভবিষ্যৎ কি

Shalboni : শালবনির জমি জিন্দলদের কাছেই! সৌরভের প্রকল্পের ভবিষ্যৎ কি

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনিতে (Shalboni) বাম জমানায় পাওয়া জমির উপর কারখানা গড়েছে জিন্দলরা (Jindal Group)। কিন্তু ব্যবহার করেনি সম্পূর্ণ জমি। জানা গিয়েছিল, অবশিষ্ট জমি ফিরিয়ে দেবে তারা। কিন্তু একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শালবনির (Shalboni) জমি ফেরত দেবে না জিন্দাল গোষ্ঠী (JSW Group)। পরিবর্তে সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Industrial Park) তৈরি করা হবে। ফলে প্রশ্ন উঠেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ঘোষিত ইস্পাত কারখানার (Steel Plant) ভবিষ্যৎ নিয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে রাজ্যের তৎকালীন বাম সরকার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা এবং বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার জন্য ৪,৩৩৪ একর জমি জিন্দলদের দিয়েছিল। কিন্তু একাধিক কারণে পিছিয়ে যায় জিন্দলদের কারখানা তৈরি। পরে ১৩৫ একর জমিতে সিমেন্ট কারখানা তৈরি করে জিন্দলরা। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেন। পরবর্তীতে চলতি বছরের মে মাসে শালবনির এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জিন্দলদের একটা কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। ওদের শিল্পের জন্য কিছুটা জমি লেগেছে, বাদবাকি জমি ওঁরা ফেরত দিচ্ছেন। ওই জমিতেই বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে।” জানা যায়, সিমেন্ট কারখানা গড়ে উঠলেও সৌরবিদ্যুৎ প্রকল্প ও কর্মী আবাসনের জন্য প্রাপ্ত জমির মোট ১৫০০ একর রেখে বাকিটা ফিরিয়ে দিতে চলেছে জিন্দলরা।

আরও পড়ুন:  BDO Car Accident : বিডিও গাড়ির সঙ্গে সংঘর্ষ, পিংলায় মৃত বাইক আরোহী

ইতিমধ্যে স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন, মেদিনীপুরে প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন তিনি। ফলে ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। জানা যায়, সম্ভবতঃ শালবনিতে জিন্দলদের উদ্বৃত্ত জমিতেই তৈরি হবে সৌরভের কারখানা। এরই মধ্যে নতুন খবর। উল্লিখিত সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিন্দল গোষ্ঠী প্রাথমিক ভাবে জমি ফেরত দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করলেও এখন শালবনির জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ শিল্প পার্কেই ইস্পাত কারখানা তৈরি করবে সৌরভের সংস্থা। শুধুমাত্র সৌরভ নন, আরও বেশ কয়েকটি সংস্থা সেখানে শিল্প স্থাপনে আগ্রহী। এর কারণ হিসাবে জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল রাজ্য সরকারের শিল্পমুখী ভাবনা ও পদক্ষেপের প্রশংসা করেছেন। শালবনির শিল্পপার্কে শিল্প স্থাপনের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হবে বলেও জানিয়েছেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ