‘জিতলেও ফিরে আসা হবে না’, দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

'জিতলেও ফিরে আসা হবে না', দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ও সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বক্তব্য। একাধিক তৃণমূল নেতা-নেত্রী দলের প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। রাজনৈতিক সূত্রে অনেকেই দাবি করেছেন জিতে ফের দলে ফিরে আসবেন। কিন্তু সেই বিক্ষুব্ধ প্রার্থীদের কড়া বার্তা দিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দলে ফেরার পথ বন্ধ

আরও পড়ুন:  “এখানকার সাংসদ সর্বভুক, তিনি কয়লা খান, বালি খান” : শুভেন্দু অধিকারী

রবিবার সংবাদিক সম্মেলনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “অনেকেই তো বিজেপি-তে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দল দরজা হাট করে খুলে দেয়নি।” এরপরেই স্পষ্ট বার্তা, “যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন, তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই – নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পুরণ হবে না, দলেও ফেরা যাবে না।”

আরও পড়ুন:  Abhishek Banerjee: মরিশদায় থেমে গেল অভিষেকের কনভয়, পায়ে হেঁটে জনসংযোগ

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ