১ লা মাঘ জঙ্গলমহলের নববর্ষ, আদিবাসী জনগোষ্ঠীর ‘আইখ্যান দিন’

 

মকর সংক্রান্তিতে শেষ হয় সূর্যের উত্তরায়ণ, মাঘের শুরুতে এবার দক্ষিণায়নের পালা। কৃষিপ্রধান রাঢ় বাংলার তা মেনেই পালন করে আসছেন তাঁদের রীতিনীতি। কৃষিপ্রধান বাংলার সেই রীতিনীতিকে আজও বজায় রেখেছেন জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসী জনজাতির মানুষজন। মাঘের শুরু তাঁদের নতুন কৃষি নববর্ষের সূচনা, তাঁদের ‘আইখ্যান দিন’।

আরও পড়ুন:  মেদিনীপুর সম্মানিত নতুন সম্মানে, রয়্যাল সোসাইটির ফেলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

পয়লা মাঘ অর্থাৎ আইখ্যান দিন। কৃষি নববর্ষের সূচনায় মকর সংক্রান্তির পর নতুন বছরে নতুন ফসলের কামনায় জমিতে লাঙ্গল করে চাষাবাদের সূচনা করেন চাষিরা। বিভিন্ন গাছের তলায় করাম স্থানগুলিতে দেবতা গরাম ঠাকুরকে পুজো দিয়ে শুরু হয় নতুন বছর। আদিবাসী মানুষের লৌকিক পরম্পরায় মকর সংক্রান্তির শেষে নতুন ফসল ও সমৃদ্ধির প্রার্থনা বজায় রাখে খনার বচন, “যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুষ্টি দেশ।”

আরও পড়ুন:  পুণ্য তিথিতে মকর স্নান, কংসাবতী ও সুবর্ণরেখায় পুণ্যার্থীদের ভিড়

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ