পুণ্য তিথিতে মকর স্নান, কংসাবতী ও সুবর্ণরেখায় পুণ্যার্থীদের ভিড়

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আজ মকর স্নান। পুণ্য তিথিতে মকর স্নান ভোর রাত থেকেই নদী তীরগুলিতে ভিড় জমিয়েছেন মানুষজন। ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুরও। ঘন কুয়াশা উপেক্ষা করে কংসাবতী এবং সুবর্ণরেখা নদী তীরে বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়েছে পুণ্যার্থীদের ভিড়।

আরও পড়ুন:  ডেবরা ব্লকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন বিধায়ক হুমায়ুন কবীরের

মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নানের জন্য জেলার নদীগুলিতেও ভীড় লক্ষ্য করা গেছে। পশ্চিম মেদিনীপুরেও কংসাবতী এবং সুবর্ণরেখা নদীতেও ভোর রাত থেকেই ভিড় করেছেন পুণ্যার্থীরা। আজকে সকাল থেকেই আবহাওয়া কুয়াশাচ্ছন্ন। তারই মধ্যে মেদিনীপুরের কংসাবতী নদীতে ভোর থেকেই শুরু হয় পুণ্য স্নানের ডুব। নদী ঘাটগুলিতে জেলা প্রশাসন, কোতোয়ালি থানার পুলিশ এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও। জঙ্গলমহল জুড়ে মকর সংক্রান্তি পালনে মেতেছেন মানুষজন। চলছে পুজো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ