Kharagpur Puja: ২২ তম বর্ষে বারবেটিয়া সার্বজনীন দুর্গোৎসবে গড়ে উঠবে ‘শান্তির নীড়’

Kharagpur Puja: ২২ তম বর্ষে বারবেটিয়া সার্বজনীন দুর্গোৎসবে গড়ে উঠবে 'শান্তির নীড়'

 

সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। নতুন দিনের সঙ্গে পুজো আসার দিন কমছে। মহালয়া এসে গিয়েছে, ফলে দেবীপক্ষের সূচনাও হয়ে গিয়েছে। এখন দেবী দূর্গার আবাহনের প্রস্তুতিতে ব্যস্ত খড়গপুরের বারবেটিয়া বানেশ্বর যুব সংগঠন। বারবেটিয়া সার্বজনীন দুর্গোৎসব এই বছর ২২ তম বর্ষে।

আরও পড়ুন:  Keshpur: চরকায় উদ্ধার ২৫টি তাজা বোমা, করা হল নিষ্ক্রিয়

মহালয়া মানেই পুজোর প্রায় শুরু। ফলে এখন সমস্ত পুজো কমিটিগুলি শেষ মূহুর্তের কাজ সমাপনে তুমুল ব্যস্ত৷ ব্যতিক্রম নয় বারবেটিয়া বানেশ্বর যুব সংগঠনও। বারবেটিয়া সার্বজনীন দুর্গোৎসব এই বছর ২২ তম বছরে পদার্পণ করলো। কমিটির সম্পাদক অলয় শাসমল জানিয়েছেন, এ বছর পুজোর মোট বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। থিমে ‘শান্তির নীড়’ গড়ে তুলে মহামায়ার আবাহনে রত হবেন উদ্যোক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ