Shalboni : রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক শিবির ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে

Shalboni : রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক শিবির ঢেংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় তথা রোগ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল শালবনী ব্লকের ঢে‌ংবহড়া শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার অনুষ্ঠানটি পরিচালনা করেন দুঃসময়ের ফেরিওয়ালা ও টিম রক্তযোদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, স্কুলের পরিচালনা কমিটির সভাপতি বংসীধর দাস ও স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

আরও পড়ুন:  Medinipur : উদীয়মানের ‘অরণ্যের পাঠশালা’য় শিক্ষক দিবস পালন করলো ‘আমরাই প্রাথমিক শিক্ষক‌’

এইদিনের সচেতনতা শিবিরে আয়োজিত হয়ে আলোচনা সভা৷ স্কুলের ২০১৬ সালের প্রাক্তন ছাত্র দেবাশীষ মাহাত ছিলেন এই আয়োজনের অন্যতম মূল উদ্যোক্তা৷ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রক্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় যথা ক্যান্সার নিয়ে সচেতনতা, রক্তের গ্রুপ জানার গুরুত্ব, রক্ত দানের গুরুত্ব ও বিয়ের আগে থ্যালাসেমিয়া নির্ণয় কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা চলে।

আরও পড়ুন:  শিক্ষক দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন শালবনী পঞ্চায়েত সমিতি

সেমিনার শেষে বিনামূল্যে স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের শেষে স্কুলের তরফে প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য টিম রক্তযোদ্ধার ও দুঃসময়ের ফেরিওয়ালার সকল সদস্যদের মেডেল দিয়ে সম্মানিত করেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ