“জঙ্গলমহল কেন আলাদা রাজ্যের দাবি জানাবে না”, বিস্ফোরক সৌমিত্র খাঁ

"জঙ্গলমহল কেন আলাদা রাজ্যের দাবি জানাবে না", বিস্ফোরক সৌমিত্র খাঁ

সোমবার সাংবাদিক বৈঠক করে রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই সঙ্গে শাসক দলকে “কালীঘাটের ও কলকাতার বাবু” হিসাবে উল্লেখ করে আক্রমণ করলেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সৌমিত্র খাঁ এই দিন দাবি করেন প্রতি নিয়ত রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল বঞ্চিত হচ্ছে। সোমবার বলেন, ‘‘রাঢ় বাংলা এবং জঙ্গলমহলকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? পশ্চিমবাংলায় থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয় থাকব। কিন্তু রাঢ়ভূমের উন্নয়নের জন্য কী পাচ্ছি?” তাঁর অভিযোগ, “বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল এই জায়গাগুলোকে কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদা করে চিন্তা করলে খুব ভাল হয়, উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে। তেমনই জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না?”

আরও পড়ুন:  মুকুটমণিপুরে নতুন আকর্ষণ, চালু হল সেলফি জোন

সেই সঙ্গে তীব্র আক্রমণ করে তিনি বেলুন, “জঙ্গলমহলের নদীর বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এখানকার পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তা দিয়ে কলকাতার বাবুদের অট্টালিকা তৈরি হচ্ছে। অথচ এখানকার মানুষ খেতে পাচ্ছেনা।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যদি ৪৬টি জেলা করতে পারেন, তা হলে আমিও জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে কেন্দ্রের কাছে দরবার করব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ