Purulia : কুড়মি দাবির স্বীকৃতি, চুনারাম ও গোবিন্দ মাহাতোর নামাঙ্কিত হচ্ছে মানবাজারের সরকারি কলেজ

Purulia : কুড়মি দাবির স্বীকৃতি, চুনারাম ও গোবিন্দ মাহাতোর নামাঙ্কিত হচ্ছে মানবাজারের সরকারি কলেজ

সরকারি তরফে দাবি জানানো হয়েছিল বিভিন্ন স্তরে৷ কুড়মি আন্দোলনেও উঠেছিল দাবি। অবশেষে মিললো স্বীকৃতি। পুরুলিয়ার মানবাজার ২ শুশিনায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের নাম হচ্ছে শহীদ স্বাধীনতা সংগ্রামী চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতোর নামে। নবান্নে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

১৯৪২ সাল। ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল হয়েছে দেশ। ২৯ সেপ্টেম্বর ভোররাতে তৎকালীন মানভূম জেলার বান্দোয়ান ও বরাবাজার থানায় হামলা চালিয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন বিপ্লবীরা। সিদ্ধান্ত নেওয়া হয় মানবাজার থানা ঘেরাও অভিযানের। ৩০ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামীদের মানবাজার থানা ঘেরাও অভিযানের উপর গুলি চালায় পুলিশ। শহীদ হন চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতো।

পুরুলিয়ার মানবাজারের শুশিনায় ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। স্থানীয় মানুষজন ও কুড়মি সমাজের আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজটির নাম শহীদ স্বাধীনতা সংগ্রামী চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতোর নামে করার জন্য। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এখন থেকে কলেজটির নাম ‘চুনারাম গোবিন্দ মেমোরিয়াল গভর্নমেন্ট কলেজ’।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ