Rani Shiromani: রানীকে নিয়ে পুস্তিকা প্রকাশ, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগ

Rani Shiromani: রানীকে নিয়ে পুস্তিকা প্রকাশ, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগ

 

কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে চলেছে রানী শিরোমণির পূর্ণবয়ব মূর্তি। তার আগে ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রকাশিত হল রানী শিরোমনি সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত ” ঐতিহাসিক কর্নগড়ের ‘রানী শিরোমণি ও তাঁর মূর্তি’ শীর্ষক পুস্তিকা।

আরও পড়ুন:  জয়নারায়নপুরে দাবিপূরণ! ভেন্টেড কজওয়ে নির্মাণের শিলান্যাস করলেন জুন মালিয়া 

আগামী ১৯ শে সেপ্টেম্বর তথা ২রা আশ্বিন রানী শিরোমনির প্রয়ান দিবস। ঐ দিন কুতুরিয়া জুনিয়ার হাইস্কুলের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে চলেছে রানী শিরোমণির পূর্ণবয়ব মূর্তি। দীর্ঘকালীন প্রচেষ্টায়, তথ্য সংগ্রহ ও গবেষণার পরে নির্ধারিত হয়েছে রানীর মূর্তির অবয়ব। সেই দীর্ঘ যাত্রাপথ ও রানী শিরোমনি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংকলিত হয়েছে স্বাধীনতা দিবসে প্রকাশিত হওয়া পুস্তিকায়। মেদিনীপুরের এক প্রেক্ষাগৃহে বিধায়ক জুন মালিয়া বিভিন্ন গুণীজন ও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত মানুষজনের উপস্থিতিতে পুস্তিকাটি প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ