Medinipur : সিএবি থেকে জুন মালিয়ার অপসারণ, যাচ্ছেন সুজয় হাজরা

Medinipur : সিএবি থেকে জুন মালিয়ার অপসারণ, যাচ্ছেন সুজয় হাজরা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর ক্রীড়া সংস্থার (ডিএসএ) প্রতিনিধি থিসাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি-তে আর প্রতিনিধিত্ব করবেন না মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। তাঁর স্থানে প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।

মেদিনীপুরের রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে, দুই নেতা নেত্রীর সম্পর্ক ঠিক মধুর নয়। মেদিনীপুর ক্রীড়া সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছিল জেলা রাজনীতি তৃণমূলের আভ্যন্তরীণ মতবিরোধও। নির্বাচনে তৃণমূলের তরফেই দুটি প্যানেল দাখিল হয়েছিল। একটি বিধায়ক দীনেন রায়দের তরফে। যেখানে ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যোত ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রমুখরা। আরেকটি প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তীদের। নির্বাচনে ২০টি আসনে দীনেনদের প্যানেলের ১৮-২ ব্যবধানে বিপুল জয় পেয়েছিল।

আরও পড়ুন:  Medinipur : কংসাবতীতে নতুন ‘তর্পণ ঘাটের’ উদ্বোধন জুন মালিয়ার

প্রাথমিক ভাবে বিধায়িকা জুন মালিয়া মেদিনীপুর ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে যখন সিএবি-তে যান, তখন মেদিনীপুর ক্রীড়া সংস্থার বোর্ড গঠন হয়নি। পদাধিকার বলে বোর্ডের সভাপতি ছিলেন পশ্চিম মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক আয়েশা রাণী। জানা যায়, সেই সময়ে তিনিই পদাধিকার বলে বিধায়িকা জুন মালিয়াকে প্রতিনিধি হিসাবে মনোনীত করেন। কিন্তু নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠনের পরে সিএবি-তে প্রতিনিধি বদলে উদ্যোগী হয় মেদিনীপুর ডিএসএ।

আরও পড়ুন:  Medinipur : বান্ধবীর মৃত্যুতে যুবকের আত্মহত্যা! শোকের ছায়া মেদিনীপুরে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ