Durga Puja: কোন্নগর থেকে প্যান্ডেল যাবে ক্যালিফোর্নিয়া, হেরিটেজ তকমায় ভাবনা ‘বিশ্বরূপেণ সংস্থিতা’

Durga Puja: কোন্নগর থেকে প্যান্ডেল যাবে ক্যালিফোর্নিয়া, হেরিটেজ তকমায় ভাবনা 'বিশ্বরূপেণ সংস্থিতা'

 

বাংলা থেকে বিদেশ যাত্রা। তবে ব্যক্তি বিশেষের নয়৷ শিল্পীর তৈরি প্যান্ডেল। ক্যালিফোর্নিয়ায় অন্যতম দুর্গাপুজোর অডিটোরিয়াম ‘বে এরা ইন্ডিয়ান প্রবাসী দুর্গাপুজো’ সজ্জিত হবে হুগলির কোন্নগরের বাসিন্দা সন্দীপ মুখোপাধ্যায় তৈরি প্যান্ডেলে।

সন্দীপ মুখোপাধ্যায়ের কাজ সোশ্যাল মিডিয়া মারফত ক্যালিফোর্নিয়ায় প্রবাসী দুর্গাপূজা কমিটি দেখার পরেই জুলাই মাসে প্যান্ডেলের বরাত পান শিল্পী। দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে। তাই শিল্পীর থিম ‘বিশ্বরূপেণ সংস্থিতা’। ১৮ ফুট উচ্চতা ও ৪০ ফুট দৈঘ্যের এই প্যান্ডেল তৈরির কাজ এখন শিল্পী ও তার সহকর্মীরা করছেন উত্তর কলকাতায় তাদের এক ওয়ার্কশপে। কিছুদিনের মধ্যেই ক্যালিফোর্নিয়া থেকে পুজো কমিটির সদস্যদের আসার কথা কলকাতায়। তারপরেই প্যান্ডেল বিমানে পৌঁছে যাবে সুদূরে। সেখানেই দুর্গাপূজার শোভা বৃদ্ধি করবে বাঙালী শিল্পীর সৃষ্টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ