Durga Puja 2023 : তৃণমূলের পাশাপাশি পুজোর অনুদানে এই বার গেরুয়া শিবির

Durga Puja 2023 : তৃণমূলের পাশাপাশি পুজোর অনুদানে এই বার গেরুয়া শিবির

আগমনীর গন্ধে চারিদিকে সাজো সাজো রব। পুজোর প্রস্তুতি নিয়ে ক্লাবগুলো মেতে উঠেছে। এরই মধ্যে শোনা গেল গেরুয়া শিবির পুজোর অনুদান দিতে উৎসাহী। কাজটা কতখানি সহজ হবে তা জানে বঙ্গ ব্রিগেড। দুর্গাপূজা (Durga Puja) মানে বাঙালির আবেগ আর এই আবেগ ঘিরেই গেরুয়া শিবির দুর্গাপূজার ক্লাবগুলিকে অনুদান দিতে উৎসাহী বিজেপির সূত্রে খবর। তারা বিভিন্ন জেলায় জেলায় শারদীয়ার নির্দেশ পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন:  Durga Puja 2023 : থিমের প্যান্ডেল নয়, পুজোতে ঝাড়গ্রামের মন্দিরেই হয় লক্ষ মানুষের ভিড়

বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদান দিয়ে এসেছে। এই বছর সেই টাকার অংক ক্লাব পিছু ৭০ হাজার। এতদিন গেরুয়া শিবির পুজোর অনুদানের বিষয়ে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে ব্যঙ্গ করে এসেছে। এই বছর তারাই পাল্টা অনুদান দিতে উৎসাহী।

আরও পড়ুন:  Abhishek Banerjee : অভিষেককে ইডির তলব ‘ইন্ডিয়া’র বৈঠকের দিন, ‘৫৬ ইঞ্চির ছাতি’ উল্লেখ করে কটাক্ষ নেতার

২০২৪ সালের লোকসভা ভোট রয়েছে। এই লোকসভা ভোটে ঠিক করবে দেশের সিংহাসন কার দখলে। বঙ্গবাসীর প্রাণের উৎসব দুর্গাপূজায় অনুদান দিয়ে গেরুয়া শিবির যেন নিজেদের কিছুটা ওজন বাড়িয়ে নিতে চান। তবে যাই হোক দুই তরফের অনুদানে পুজোর ক্লাবগুলি অনেকখানি উপকৃত হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ